• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


২০২৫-এ ডেটিংয়ের দুনিয়ায় জনপ্রিয় হবে ‘ন্যানোশিপ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:১৬ পিএম
২০২৫-এ ডেটিংয়ের দুনিয়ায় জনপ্রিয় হবে ‘ন্যানোশিপ’
সূত্র: সংগৃহীত

সম্পর্কের কত ধরণ বদলেছে। বিশ্বের উন্নয়নের সঙ্গে সম্পর্কের উন্নয়নও ঘটছে। নতুন নতুন সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ২০২৪ এ দাড়িয়ে স🍌ম্পর্কের অনেক ধরণই এখন দেখা যায়। যেখানে যুক্ত হচ্ছে বিভিন্ন নামও। যেমন ‘সিচুয়েশনশিপ’, ‘ব্রেডক্রাম্বিং’, ‘থ্রোনিং’, ‘রেড ফ্ল্যাগ’, ‘পিঙ্ক ফ𒐪্ল্যাগ’। সঙ্গে আরও যুক্ত হয়েছে সম্পর্কের আরও একটি ধরণ ‘ন্যানোশিপ’। বিশ্লেষকদের ধারণা, ২০২৫ সালে গিয়ে ন্যানোশিপ সম্পর্ক আরও জোরালো ও জনপ্রিয় হয়ে উঠবে।

বর্তমান প্রজন্মের কাছে ন্যানোশিপ শব্দটি নতুন নয়। তবে অনেকে হয়তো জানেনই না, ♏কী এই༒ ন্যানোশিপ। এটি কেমন সম্পর্ক। এই সম্পর্কের পরিণতিই বা কেমন হয়। ন্যানোশিপ শব্দটির মাঝেই বোঝা যাচ্ছে একটি একটি ক্ষণিকে সম্পর্ক। ন্যানো মানে ছোট। তাই ন্যানোশিপ মানেই ছোট বা অল্প সময়ে সম্পর্ক বা ভালো লাগা।

সম্প্রতি সময়ে ডেটিং টার্মসের লিস্ট থেকে উঠে𓆏 এসেছে এই𒉰 নাম। ফেসবুক, ইনস্টাগ্রামের প্রোফাইলের বাইরে মানুষ এখন ঝুঁকে পড়েছে ডেটিং অ্যাপগুলোতে। যেখানে সঙ্গী খুঁজে বেড়ায়। ছোট ছোট মুহূর্ত বা কথোপকথন উপভোগ করা হয়। তেমনই এক ডেটিং অ্যাপ টিন্ডার। যেখান থেকেই উঠে এসেছে এই ন্যানোশিপ শব্দটি।

ডেটিং অ্যাপ টিন্ডারের বছর শেষের রিপোর্ট ‘ইয়ার ইন সোয়াইপ’-এ ‘ন্যানোশিপ’-এর উল্লেখ ও ব্যাখ্যা পাওয়া যায়। যেখানে প্রায় ৮ হাজার সিঙ্গেল ও সম্পর্কে থাকা মানুষের মধ্যে সমীক্ষা করে জানা যায়, ছোট ছোট কথোপকথনও খুবই অর্থপূর্ণ ও মূল্যবান হয়ে উঠছে। রোম্যান্টিক কোনো আলাপ নয়। বরং যেকোনো বিষয়েই ছোট ছোট কথাকে উপভোগ করছেন মানুষ। অচেনা মানুষের🐭 সঙ্গে কাটানো ছোট্ট মুহূর্তই জীবনে আনন𝄹্দ এনে দিচ্ছে। এই আনন্দকেই ‘ন্যানোশিপ’বলে উল্লেখ করা হচ্ছে।

গতানুগতিক প্রেম- ভালোবাসা থেকে বেরিয়ে এসে মানুষ এখন ন্যানোশিপ সম্পর্ককেই বেশি উপভোগ্য মনে করছেন। কোনও সম্পর্কে না জড়িয়ে, কোনও প্রতিশ্রুতি না দিয়েই অপরিচিতদের সঙ্গে মিশতে চাইছেন। বিশেষ করে ইন্ট্রোভার্ট এবং সমাজের থেকে বিচ্ছিন্ন মানুষরা এই ধরণের সম্পর্ককে বেশি উপভোগ করছেন। সমীক্ষায় আরও জানা যায, কোনও সম্পর্কে না জড়িয়েই যারা ভালোবাসা ও ইন্টিমেসি প্রত্যাশ্য করেন, ‘ন্যানোশিপ’তাদের কাছেই বেশি জনপ্রিয় হয়ে উঠছে। সেখানে প্রেম-রোম্যান্স ছাড়াও মানুষℱের সঙ্গে মিশে আনন্দ পাওয়া যায়। ছ𒊎োট ছোট জিনিসে, কাজের মধ্যে আনন্দ পাওয়া যায়। এমনই এক সম্পর্ক ন্যানোশিপ।

ন্যানোশিপ কেমন সম্পর্ক

ছোট ছোট বিষয়, মুহূর্তের মধ্যে অনেকেই আনন্দ খুঁজে পাওয়াই ‘ন্যানোশিপ’। দুজন অপরিচিত মানুষ একে অপরকে দেখে হাঁসছে, সেই হাসিটা ক্ষণিকের জন্য আনন্দ দিল। এটিই ‘ন্যা🎃নোশিপ’। অজানা অচেনা মানুষের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো, কথোপকথন আনন্দ দিচ্ছে, এটাই ‘ন্যানোশিপ’। ভ্রমণপিপাসু দুজন মানুষ কোথাও গিয়ে দেখা হলো, একসঙ্গে আনন্দ করলেন, সময় কাটালেন। এটাই ‘ন্যানোশিপ’।  যেখানে কোনও চাওয়া-পাওয়া থাকে না। শুধু ভালো লাগা থাকে।

শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও ‘ন্যানোশিপ’ বেশ কাজ করে। সম্পর🎃্কে ছোট ছোট জিনিস দু’জনকেই আনন্দ দিতে পারে। সেই মুহূর্তের মধ্যে দু’জনের সম্পর্ক আরও মজবুত হতে পারে। এই মুহূর্তকে ‘ন্যানোশিপ’বলা যেতে পারে।

বিশেষজ্ঞদꦡের ধারণা, ২০২৫-এ ডেটিং🅠য়ের দুনিয়ায় ‘ন্যানোশিপ’ শব্দটার জনপ্রিয়তা তুঙ্গে উঠতে পারে।

Link copied!