ঘূর্ণিঝড় ‘দানা’র কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠবিষ🌺য়ক পরীক্ষা পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক🐽্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো একꦇ বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় দানার কারণে সংশ্লিষ্🔴ট জেলাসমূহের ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) কাগজপত্র যাচাই ও মাঠবিষয়ক পরীক্ষা ২৫-🐠২৭ অক্টোবর হওয়ার কথা ছিল। এই পরীক্ষা পিছিয়ে ২৯-৩১ অক্টোবর পূর্বনির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে।