৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এ পরীক্ষা শুরু হওয়ার 🥃কথা ছিল। রোববার (২৫ আগস্ট) এক সংব🗹াদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এতে বলা হয়, বুধবারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ৪৬তম বিসিএসের লিখিত পরী💃ক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নেওয়ার তারিখ পরে জানানো হবে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার𓆏্থী। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।ಞ
এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিনﷺ্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জ💝ন নেওয়া হবে।