• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভোট গ্রহণ শেষ, কত আসন পাচ্ছেন মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৮:৫০ পিএম
ভোট গ্রহণ শেষ, কত আসন পাচ্ছেন মোদি
নরেন্দ্র মোদি। ফাইল ফটো

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট শেষ হয়েছে শনিবার (১ জুন)। ভোটে এগিয়ে রয়⭕েছেন নরেন্দ্র মোদি। এমনটিই ভবিষ্যদ্বাণী করছে বুথ ফেরত জরিপগুলো।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করജবে দেশটির জাতীয় নির্বাচন কমিশন।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন কর♔তে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে 🔜২৭২টিতে জয় পেতে হবে।

এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্র𒊎তিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং𝄹 অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১🅰৪৩টি আসন। বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন।

জান কি বাতের বুথ ফেরত 💙জরিপ বলছে, এনডিএ সর্বাধিক ৩৬২-৩৯২টি আসন পাবে। আর বিরোধ♕ী জোট পাবে ১৪১-১৬১টি আসন।

এরপরই রয়েছে ইন্ডিয়💜া নিউজ-ডি ডায়নামিক্স। তারা বলছে, এনডিএ ৩৭১টি আসন এবং ইন্ডিয়া জোট ১২৫টি আসন পাবে।

এনডিএর পক্ষে সর্বনিম্ন স্কোর ২৮১-৩৫০ এ✅বং ভারতীয় ব্লকের জন্য অনুরূপ উচ্চতর স্কোর ১৪৫-২০১।

তবে, এক্সিট পোল সব সময় ঠিক হয় না।

Link copied!