জাপানের একটি দ্বীপের কাছাকাছি অংশে আট আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়🅰েছে। বিধ্বস্তের পর তিনজনকে পাওয়া গেলেও, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
বুধবার (২৯ 🌞নভেম্বর) স্থানীয় জ��েলেদের বরাতে দুর্ঘটনার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
উপকূ⛄লরক্ষীরা জানান, জাপানের ইয়াকুশিমা দ্বীপে🉐 ‘টিল্ট-রোটার ভি-২২ অসপ্র’ বিমানটি বিধ্বস্ত হয়। ওই এলাকায় টহল নৌকা ও বিমান পাঠানো হয়েছে।
স্থানীয় মৎস্য সমবায়ের এক প্রতিনিধি জানান, ওই এলাকায় মাছ ধরার নৌকা🦂গুলো পানিতে তিনজনকে দেখতে পেয়েছিলেন।
জাপানের প্রশাসনিক অঞ্চলের সরকারের একজন মুখপাত্র জানান, দ্বীপের বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে আরেকটি অসপ্রে সফলভাবে অবতরণ করেছিল। এ অঞ্চলে☂ মার্কিন বাহিনী এখনো তথ্য সংগ্রহ কর🐎ছে বলে জানান তিনি।
বিমানটির বাঁ ইঞ্জিনে নামার সময♚় আগুন ধরে যায় বলে জানান প🔜্রত্যক্ষদর্শীরা।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, “দুপুর ২টা ৪০ মিনিটে (স💛্থানীয় সময়) রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। ব🍒িমানটি হেলিকপ্টার এবং ফিক্সড-উইং উভয়ভাবেই উড়তে পারে।”
বিমানটি মার্কিন মেরিন, মার্কিন নৌবাহিন𒉰ী এবং জাপানের স্বপ্রতিরক্ষা বাহিনী পরিচ꧂ালনা করে।
সমালোচকদের মতে, বিꦍমানটির দুর্ঘটনায় পড়ার প্রবণতা বেশি। তবে মার্কিন সামরিক বাহিনী ও জাপান বলছে নিরাপদ।
এর আগে গত আগস্টেও একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্🌠রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়। এতে তিন মার💝্কিন সেনা নিহত হন।