• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জাপানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৬:০১ পিএম
জাপানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
প্রতীকী ছবি (সংগৃহীত)

জাপানের একটি দ্বীপের কাছাকাছি অংশে আট আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়🅰েছে। বিধ্বস্তের পর তিনজনকে পাওয়া গেলেও, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

বুধবার (২৯ 🌞নভেম্বর) স্থানীয় জ��েলেদের বরাতে দুর্ঘটনার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

উপকূ⛄লরক্ষীরা জানান, জাপানের ইয়াকুশিমা দ্বীপে🉐 ‘টিল্ট-রোটার ভি-২২ অসপ্র’ বিমানটি বিধ্বস্ত হয়। ওই এলাকায় টহল নৌকা ও বিমান পাঠানো হয়েছে।

স্থানীয় মৎস্য সমবায়ের এক প্রতিনিধি জানান, ওই এলাকায় মাছ ধরার নৌকা🦂গুলো পানিতে তিনজনকে দেখতে পেয়েছিলেন।

জাপানের প্রশাসনিক অঞ্চলের সরকারের একজন মুখপাত্র জানান, দ্বীপের বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে আরেকটি অসপ্রে সফলভাবে অবতরণ করেছিল। এ অঞ্চলে☂ মার্কিন বাহিনী এখনো তথ্য সংগ্রহ কর🐎ছে বলে জানান তিনি।

বিমানটির বাঁ ইঞ্জিনে নামার সময♚় আগুন ধরে যায় বলে জানান প🔜্রত্যক্ষদর্শীরা। 

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, “দুপুর ২টা ৪০ মিনিটে (স💛্থানীয় সময়) রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। ব🍒িমানটি হেলিকপ্টার এবং ফিক্সড-উইং উভয়ভাবেই উড়তে পারে।”

বিমানটি মার্কিন মেরিন, মার্কিন নৌবাহিন𒉰ী এবং জাপানের স্বপ্রতিরক্ষা বাহিনী পরিচ꧂ালনা করে।

সমালোচকদের মতে, বিꦍমানটির দুর্ঘটনায় পড়ার প্রবণতা বেশি। তবে মার্কিন সামরিক বাহিনী ও জাপান বলছে নিরাপদ।

এর আগে গত আগস্টেও একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্🌠রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়। এতে তিন মার💝্কিন সেনা নিহত হন।

Link copied!