২০২২ সালে সাড়ে চার হাজারের🦋ও বেশি সাইবার হামলা প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। যুদ্ধ শুরুর পরে সাইবার হামলা প্রায় তি🐻ন গুণ বেড়েছে দেশটিতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-🅺জাজিরা জানায়, সোমবার (২৬ ডিসেম্বর) ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ꦛএর তরফ থেকে এমন দাবি করা হয়েছে। ২০২০ সালে প্রায় ৮০০টি সাইবার হামলা রেকর্ড করা হয়েছিল। সেখানে ২০২১ সালে এ সংখ্যা ১৪শ’তে পৌঁছায়।
এসবিইউ-এর ⭕সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ইলিয়া ভিটিউক এক বিবৃতিতে বলেছেন, “ইউক্রেন আট বছরের হাইব্রি🎶ড যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ২০২২ সালের যুদ্ধে প্রবেশ করেছে। ফলে হামলাকালীন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কিয়েভ প্রস্তুত ছিল।”
তিনি জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তারা যে বিশাল সাইবার হামলাগু🐠লো প্রতিহত করেছেন, সেগুলো রুশ আগ্রাসনের আগে কিয়েভের জন্য একটি বাড়তি প্রশিক্ষণ হয়ে উঠেছে।
ইলিয়া ভিটিউক বলেন, “সাইবার হামলার মাত্রা এখন অনেক বেশি, বিশেষ করে আগের বছরের তুলনায়।” ♕তার প্রদত্ত তথ্যানুসারে, রাশিয়া এখন প্রতিদিন গড়ে ১০টিরও বেশি সাইবার হামলা চালায়। হামলাকারীদের সম্ভবত মূল টার্গেট থাকে জ্বালানি, রসদ, 🐠সামরিক সুবিধা, সরকারি ডাটাবেজ এবং তথ্য পরিষেবাগুলো।