বিশ্বের অন্যান্য মুদ্রার ব🦄িপরীতে মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক দরপতন হয়েছে। জুন মাসে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়েও বেশি কমার 🎶পরও ডলারের দরপতন হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে মূল্যস্ফীতি তিন শতাংশ কমেছে। এর ফলে স্বাভাবিক ভাবেই অন্য𓆏ান্য মুদ্রা চাঙা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এ 🍰প্রেক্ষাপটে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র এই মুদ্রাটির মূল্য নিষ্পত্♔তি হয়েছে ১ ডলার ১০১৮ সেন্টে।
পাউন্ডের দামও বেড়েছে। ব্রিটিশ মুদ্রাটির দরস্থির হয়েছে ১ ডলার ২৯৪০ স🧔েন্টে। গত ১৫ মাসের মধ্যে তা সবচেয়ে বেশি। জাপানি মুদ্রা ব্যাপক শক্তিশালী হয়েছে। প্রতি গ📖্রিনব্যাকের মূল্যমান দাঁড়িয়েছে ১৪০ ইয়েনে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক।
ন🔯িউজিল্যান্ডের মুদ্🐭রার দাম ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। ১ কিউই কারেন্সির দর হয়েছে শূন্য দশমিক ৬২১৯ ডলার। অস্ট্রেলিয়ার মুদ্রা ঊর্ধ্বগামী হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ।