পূর্ব সিরিয়ার মায়াদিন শহরের কাছে সিরিয়ার সৈন্য বহন করা এক বাসে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং একাধিক সৈন্য আহত হয়েছেন বলে আল-জাজিরার এ♉ক প্রতিব🤡েদনে জানা যায়।
শুক্রবার (১১ আগস্ট) যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অ🌌বজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার তথ্য নিশ্চিত কর🀅েছে।
তারা জানায়, আইএসের জঙ্গিরা সেনাসদস💧্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে হামলা চালায়। সিরিয়ার পূর্বাঞ্চলের মায়াদিন শহরের কাছে মরুভূমির রাস্তায় এ𝔍 হামলার ঘটনা ঘটে। এতে ২৩ সিরিয়ান সৈন্য নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
যদিও অꦦন্যান্য পর্যবেক্ষক সংস্থার দাবি এ হামলায় ২০ সেনা নিহত এবং একাধি🎉ক সেনা আহত হয়েছেন।
২০১৯ সালে সিরিয়ায় দখল করা তাদের শেষ ভূখণ্ডটি হারায় আইএসআইএল। এখনো তাদের কিছু সদস্য সিরীয় মরুভূমির বিস্তীর্ণ এলাকায় আত্মগোপন রয়েছে। এই আত্মগোপনে থাকা জঙ্গিরা এমন অতর্কিত হামলার পর আবার পালিয়ে যায়। তবে সিরিয়ায় কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়ে দিয়েছে আইএসআইএল জঙ্গিরা।