যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্ট♋ ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় হতাহতের বিষয়টি নিဣশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ।
মিশিগানের ডেট্রয়েট শহরের সংবাদমাধ্যম দ্য ডেট্রয়ট নিউজ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এমিলি গুয়েরান্টের 💜বরাত দিয়ে জানিয়েছে, আহতদের
বিশ্ববিদ্যালয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, 🙈বার্কি হল নামে পরিচিত একটি এক𝐆াডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে আংশিক শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই ব্যক্তি খর্বাকৃতির, মুখোশ পরা এবং সে পায়ে হেঁটেই ক্যাম্পাসে ঢুকেছিল বলে প্রা⛦থমিকভাবে অনুমান করা হচ্ছে।  🌃;