এইতো গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের জোরে এবার নির্বাচন ছাড়াই নিয়ে নিলেন যুক্তরাজ্যের নেতৃত্ব। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক হতে যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচ্ছেন কনজারভেটিভ পার্টির প্রধান এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
পার্টির ১০০ এমপির সমর্থন জোগাড় করতে না পারায় নির্বাচনে প্রার্থী হতে পারেননি সুনাকের প্রধান প্রতিযোগী পেনি মরডান্ট। মাত্র ২৬ জনের সমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে ঋষি সুনাক পেয়েছেন ১৯৬ জনের স♐মর্থন। ফলে নির্বাচন ছাড়াই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে আরোহণ করবেন তিনি।
বিবিসি জানায়, রাজা তৃꦛতীয় 𒁏চার্লস প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিবেন ঋষি সুনাককে। চার্লস সিংহাসনে বসার পর পথম প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের অভিষেক করবেন।
বাংলাদেশি সময় সন্ধ্যা ৭টা ছিল ১০০ সমর্থন জোগাড় করার শেষ সময়। ঠিক শেষ সময়ের কিছু আগে লড়াই থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন পেনি মরডান্ট। সেই সাথে ঋষি সুনাকের প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন। এর আগে কনজারভেটিভ পার্টির বেশ কয়েজন নেতা মরডান্টকে প্রতিযোগিতা থেকে সরে গিয়ে ঋষির সাথে সমঝোতা করে🍌 নেওয়ার পরামর্শ দেন।