পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ। অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজ🎉া যুদ্ধের কারণে পদত্যাগ করছেন তিনি।
সোমবার𓂃 (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলন করে মোহাম্মদ শতেয়াহ꧒ নিজেই পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর-জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে ꧑আমি এ প🔯দক্ষেপ নিয়েছি।”
তার এই প🤡দত্যাꩵগের মধ্য দিয়ে কার্যত পুরো মন্ত্রিসভার পতন ঘটল।