পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১ হাজ꧙ার ১০০ বাড়িঘর ভেসে গেছে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসের কারণে শতাধিক লোক নিহত হয়েছে।
শনিবার (২৫ মে) স্থানীয় সংবাদমাধ্য꧟মের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্🔯থা রয়টার্স।
এর আগে, স্থানীয় সময় বৃহস্পত🌠িবার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
🍒রাজধানী পোর্ট মোর্সবি থেকে উত্তরপশ্চিমে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ওই ভূমিধসের ঘটনায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 🅠;
🅘দেশটির স্থানীয় সংবাদমাধ্যম পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার সংসদ সদস্য আইমস আকেমের বরাত দিয়ে জানায়, অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটিতে ভয়াবহ ভূমি ধসে ৩০০ জনের বেশি মানুষ চাপা পড়েছে এবং ১ হাজার ১৮২টি ঘরবাড়ি ভেঙে গেছে।
তবে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে তার ﷽জবাব দেননি൲ আইমস আকেম।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র﷽ এবং বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মুলিকাতা রাজ্যে ভয়াবহ ভূমিধসে ছয়টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
পোর্ট মোর্সবেতে থাকা অস্🅠ট্রেলিয়ার 🐽দূতাবাস এ ঘটনায় পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, উদ্ধারকর্মীরা কম জনবহুল এলাকাতে পৌঁছেছে। সেখানে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা 🎐হচ্ছে।
ভূমিধসে ওই এলাকায় অনেক রাস্তাঘ♛াট ভেঙে গেছে। ফলে সেখানে পৌঁছানোর জন্য একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার যো🦩গাযোগ।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপি জানিয়েছেন, ভূমি 🅠ধস এলাকায় দুর্যোগ অফিস এবং প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তারা হౠাইওয়ে চলাচলের উপযোগি করার চেষ্টা করছে এবং সেখানে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।