ইরান𝄹ে হামলার মধ্যেই সিরিয়ায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির বেশ কিছু সামরিক স্থ♋াপনায় এবার হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল𒁏 ওই বিমান হামলা চালায়।
রয়টার্সের প্রতিবেদেন এ ত💟থ্য জানানো হয়েছে। সিরিয়া𒅌র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বিষয়টি নিশ্চিত করেছে।
সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ‘ইসরায়েল-অধিকৃত সিরিয়ার গোলান হাইটস এবং লেবানিজ অঞ্চলের দিক থেকে’ ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ব🀅াধা দিয়েছে এবং গুলিও ছুড়েছꦿে।
এর আগে রাজধানী দামেস্কের আশেপাশে ব🗹িস্ফোরণের খবর দিয়েছে সানা। তবে হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত বৃহস্পতিবারও সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় হামলা ൲চালায় ইসরায়েল। এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হন।
ইসরায়েল বেশ কয়েক বছ🎶র ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হ𝐆ামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার হয়েছে।
এদিকে, ইসরায়েল শুক্রবার ইরানে ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে🥂।