ইসরায়েল-লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরেജই চলছে পাল্টাপাল্টি হামলা। এবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল।
রোববার (২০ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয়েছে।
এক বি🏅বৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি🐟 সামরিক বাহিনী।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় এই হামলা চা🐬লানো হয়।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমেও 𒊎হামলার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তাদের খবরে বলা হয়, আজ ভোর♛ে দক্ষিণ বৈরুতের দুটি স্থানে ইসরায়েল হামলা চালায়। দুটি স্থানই পড়েছে দাহিয়েহ এলাকায়। এলাকাটি হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তারা দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে। এ হামলায় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এই এলাকায় 🐻ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করছেন।
এর আগে শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনಞিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটন♔ার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।