• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পূর্ব গাজায় কবরস্থানের মৃতদেহ পিষে ফেলছে ইসরায়েলি বাহিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৮:১১ পিএম
পূর্ব গাজায় কবরস্থানের মৃতদেহ পিষে ফেলছে ইসরায়েলি বাহিনী
পূর্ব গাজার আস-সাহা পাড়ায় শেখ শাবান কবরস্থানটি বুলডোজার দিয়ে উপড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ছবি-আল জাজিরা]

দখলদার ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে পূর্ব গাজার আস-সাহা পাড়ায় শেখ শাবান নামের একটি কবরস্থানও ধ্বংস করেছে। বুলডোজার দিয়ে কবরস্থানের মৃতদেহ বের করে এনে সেগুলোকে আবার বুলডোজারের নিচে ফেলে পিষে ফেলা হয়েছে। 💮খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলদার বাহিনী প্রথমবার কবরস্থানের নয়টি কবর বুলডোজার দিয়ে উপড়ে ফেলে। এরপর মৃতদেহগুলো🃏কে উত্তোলন করে এবং তারপর মৃতদেহগুলোর ওপর তাদের বিকৃত ক্ষোভ চরিতার্থ করে।

পূর্ব গাজার আস-সাহা পাড়ার ওই কবরস্থান এলাকাಌর চারপাশে শিশুসহ মৃতদেহগুলির অংশবিশেষ ছড়িয়ে ছিট🌃িয়ে পড়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরে♉র পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। গাজায় দুই মাস ধরে চলা ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছে।

গাজার সরকারি ম𒐪িডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ꦗ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ জন নারী রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক,𝕴 ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক রয☂়েছেন।

আড়াই মাস ধরে নির্বিচার ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে🌳 গাজার মন্ত্রণালয়।

সূত্র-আল-জাজিরা

Link copied!