• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:১৯ পিএম
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। ছবি : রয়টার্স

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ক্লদিয়া শিনবাউম। নির্বাচনে ক্ষমতাসীন দলের꧃ এই প্রার্থী বিশাল ব্যবধানের জয় পেয়েছেন।

মেক্সিকোর 🐻সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাজধানী মেক্সিকো সিটির ৬১ বছর 😼বয়সী সাবেক এই মেয়র রোববারের নির্বাচনে ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশের মধ্যে ভোট পেয়ে জয়ী হয়েছেন। 

মেক্সিকোর গণতান্ত্রিক ইতিহাসে এট📖াই ভোটের সর্বোচ্চ শতাংশ হতে পারে।

শিনবাউম তার প্রধান প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী সেনেটর ও ব্যবসায়ী শোচিত গালভেজ থেকে ৩০ শতাংশেরও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। গালভেজ ভোট পেয়েছেন ২৬ দশমিক ৬ ♌থেকে ২৮ দশমিক ৬ শতাংশের মধ্যে।

শিনবাউম জানিয়েছেন, পরাজয় স্বীকার করে গালভেজ ফোনে তাকে শুভেচ্ছা⛎ জানিয়েছেন।

আগামী ১ অক্টোবর শিনবাউম তার𓆉 রাজনৈতিক উপদেষ্টা, মেক্সিকোর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যা🍌নুয়েল লোপেজ ওব্রাদরের স্থলাভিষিক্ত হবেন।

শিনবাউম একজন সাবেক জলবায়ু বিজ্ঞানী। তিনি ২০১৮ থেকে ২০২৩ স💙াল পর্যন্ত মেক্꧋সিকো সিটির মেয়রের দায়িত্বপালন করেছেন। তিনি প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের আর্শীবাদপুষ্ট প্রার্থী।

শিনবাউম বিদায়ী প্রেসিডেন্ট ওব্রাদরের অনেকগুলো সফল কর্মসূচী অব্যাহত রাখার পাশাপাশি নিজের প্রতিশ্রুতিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। গত ছয় বছরে ওব্রাদরের নেতৃত্বে লাখ লাখ মেক্সিকান কীভাবে দারিদ্র থেকে বের হয়ে এসেছেন নির্বাচনী প্রচারণায় ꦓএই বিষয়টিতেই বেশি জোর দিয়েছিল শিনবাউমের মোরেনা পার্টি।

শিনবাউমের সমর্থকরা মেক🃏্সিকো সিটির প্রধান চত্বর সোকালোতে তাদের প্রার্থীর জয় উদযাপন করছেন, এখানে তারা ‘ক্লদিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার দোলাচ্ছেন বলে রয়টার্স জানিয়েছে।

নিজের বিজয়ী ভাষণে শিনবাউম বলেছেন, তিনি ওব্রাদরের ‘অগ্রগতি’ আরও এগিয়ে নিতে চান।♛ “আমি আপনাদের হতাশ করবো না’ বলেছেন তিনি।

সমর্থকদের মুহুর্মুহু ‘প্রেসিডেন্ট, প্রেসিডে🅘ন্ট’ হর্ষধ্বনির মধ্যে তিনি বলেন, “এই প্রজাতন্ত্রের ২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো আমি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছি।”

প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরের দল মোরেনার সভাপতি মারিও দেলগাদো শিনবাউমের জয় নিয়ে উচ্ছ্বসিত হ🍌য়ে বলেছেন, “এটি আমাদের দেশের ইতিহাসে একটি চমৎকার মুহূর্ত।”

মোরেনা পার্টির ক্ষমতাসীন জোট মেক্সিকোর কংগ্রেসের উভয় কক্ষে সম্ভাব্য দুই তৃতীয়াংশ আসনে জয় পাওয়ার পথে রয়েছে। এ সাফল্য পেলে ক্ষমতাসীন জোট বিরোধীদলের কোনো সমর্থন ছাড়াই স💖াংবিধানিক সংস্কার প্রস্তাব পাস করতে সক্ষম হবে।

লোপেজ ওব্রাদর ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। তিনি আর শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ মেক্সিকোর সংবিধান অনুযা⭕য়ী একজন প্রেসিডেন্ট শুধু ছয় বছরের এক মেয়াদেই ক্ষমতায় থাকতে পারেন।

ক্ষমতার সময় ফুরিয়ে আসলেও জনপ্রিয়তার দিক থেকে এখনো শীর্ষে ওব্রাদর। সাম্প্রতিক জরিপে দেখা গেছꦉে তার পক্ষে প্রায় ৬০ শতাংশ জনসমর্থন আছে। জনপ্রিয় এই নেতা তার মোরেনা পার্টির প্রার্থী শিনবাউমের পক্ষে সর্বাত্মক সর্মথন দিয়েছিলেন।

যেসব প্রতিশ🐓্রুতি দিয়ে ওব্রাদর ক্ষমতায় এসেছিলেন তার অনেকগুলোই অপূর্ণ রয়ে গেছে। কিন্তু তার দারিদ্র হ্রাসের প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই বর্তমান প্রেসিডেন্টের সমর্থন শিনবাউমের ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোরেনা বলেছে, ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার মতো নীতির ౠকারণে দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে।

Link copied!