• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সবার নজর কাড়ছে চীনের ‘নৃত্যরত ভবন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৬:৩৫ পিএম
সবার নজর কাড়ছে চীনের ‘নৃত্যরত ভবন’
চীনের দ্য ডান্স অব লাইট টাওয়ার

সম্প্রতি চীনে উদ্বোধন করা হয়েছে নতুন একটি ভবন। নাম ‘দ্য ডান্স অব লাইট টাওয়ার’ (The Dance of Light Tower)। ভবনটির আঁকাবাঁকা আকার দেখে মনে হয় সত্যিই নাচের মুদ্রায় দাঁ🅰ড়িয়ে আছে অসাধারণ এই স্থাপত্য।

টাওয়ারটির স্থাপত্যশৈলী সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। এমনকি চীনের নিন্দুকেরাও ভবনটির প্রশংসা না করে পারছ🦂ဣেন না। ৫৯০ ফুট উঁচু এই ভবন বিশ্বের প্যাঁচানো ভবনগুলোর মধ্যে অন্যতম।

স্থাপত্যটির নকশা করেছে হংকংভিত্তি🐓ক প্রতিষ্ঠান এইডাস। তারা ভবনটির আকারের তুলনা করেছে উত্তর গোলার্ধের অরোরা বোরেয়ালিস বা মেরুজ্যোতির আকারের সাথে। আঁকাবাঁকা মেরুপ্রভার অনুকরণে🌼 সেটির নাম রাখা হয়েছে দ্য ডান্স অব লাইট টাওয়ার।

স্থপতিরা বলছেন, এই বাঁকা নকশা শুধু ভবনটিকে�✤� দৃষ্টিনন্দন করার জন্য করা হয়নি। ৪১ তলা এই বাণিজ্যিক ভবনটির নিরাপত্তা বাড়ানোও এই নকশার লক্ষ্য। তবে রাতের বেলায় আলোর প্রতিফলনের ফলে ভবনের বাঁকগুলো অরোরা বোরেয়ালিসের মতোই দেখায়।

দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নিমার্ণের প্রতি স্থপতিদের আকর্ষন বহু পুরনো। তবে সেটি ছাড়িয়ে এখন তাদের মনোযোগ প্যাঁচানো ভবনের দিকে। সাম্প্রতিককালে জনপ্রিয় হচ্ছে স্থাপত্যের শৈল্পীক এই ধারা🅰।

Link copied!