বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু প্রকল্পগুলোতে মনোযোগ দেওয়🙈ার জন্য ৩ হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (১ ডিসেম্বর) এ তহব💞িল ঘোষণার কথা জানিয়েছে ম▨ার্কিন বার্তা সংস্থা এএফপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-এর ২৮তম সম্মেলন ღশুরু হয়েছে। সম্মেলনটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সম্মেলনে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম♔্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু সংকট সমাধানে ৩ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা করতে পেরে আনন্দিত।”
সম্মেলন শেষে এক বিবৃতিতে বলা হয়, নতুন এ তহবিল বোর্ডের প্রধান হবেন কপ-২৮ সম্মেলনের স💝ভাপতি সুলতান আল জাবের। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি এডিএনওসির প্রধান।
বিবৃতিতে আরও বলা হয়, এ তহবিল একটি ন্যায্য জলবায়ু অর্থায়ন ব্যবস্থা তৈরജি করতে আন্তর্জাতিক প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি এটি তৃতীয় বিশ্বের দে🍌শগুলোর জন্য আরও বেশি তহবিল পাওয়ার পথ করে দেবে।
জাতিসংঘের অর্থনীতিবিষয়কꦅ বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে চীন ছাড়া উদীয়মান অন্যান্য বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে প্রতি বছর নিজেদের জলবায়ুর উন্নয়ন চাহিদা মেটাতে ২ লাখ ৪০ হাজার কোটি ডলার খরচ করতে হবে। এ ✱খাতে দেশগুলোর বর্তমান বিনিয়োগ এই অঙ্কের ধারে কাছে নেই।
এ অবস্থায় ধনী রাষ্ট্র ইউএইর নতুন বিনিয়োগ তহবিল গঠন🌼ের ওই উদ্যোগ কপ–২৮ নিয়ে তাদের সুদূরপ্রসারী কৌশলেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগ বিভিন্ন দেশের সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে জলবায়ু 🐎সংকট মোকাবিলায় এগিয়ে আসতে চাপ সৃষ্টি করবে।
বিশ্বে ক্ষতিকর কার্বন নিঃসরণের জন্য বেশি দায়ী উন্নত দেশগুলো এবং বাকি বিশ্বের মধ্যে একটা সেতুবন্♍ধ সৃষ্টিকারী রাষ্ট্র হিসেবে নিজেদের বিবেচনা করে থাকে ইউএই। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধিতে ভূমিকা কম হলেও জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি হয়ে উঠেছে দেশটি।
কপ-২৮ সম্মেলনকে জাতিসংঘের সর্বকালের বৃহত্তম জলবায়ুবিষয়ক সম্মেলন হিসেবে বলা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন প্রায় ৮০ হাজার প্রতিনিধি। গত বছর মিসরে অনুষ্ঠিꦛত এ সম্মেলনে অংশ নিয়েছিলেন নিবন্ধিত ৪৯ হাজার জন।