পাপুয়া নিউগিনিতে♕ ব্যাপক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রায় ২ হাজার মানুষ মাটিচাপা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এঙ্গা প্রদেশের ইয়াম্বালি গ্রামের কর্মকর্তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে নিহতের এ পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘের সংস্থাটি। তারা জানিয়েছে, শুক্রবারের ওই ভূমিধসে ১৫০টির মতো বাড়ি চাপা পড়ে। আইওএমের পাপুয়া নিউগিনি দপ্তরের প্রধান সেরহান আকতোཧপার্ক এক ই–মেইলে এ কথা জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক দপ্তর জানিয়েছে, 𓂃রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে ওই প্রদেশের মুলিতাকা অঞ্চলের এ ভূমিধসে ছয়টির বেশি ꦜগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিএনএন জান🍸িয়েছে, শুক্রবার এঙ্গা প্রদেশের মুলিতাকা এলাকায় এ ভূমিধসে ঘটনা ঘটে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক লুসেতে লাসো মানা জাতিসংঘের কাছে এক চিঠিতে বলেছেন, “ভূমিধসে ২ হাজার জ♐নেরও বেশি লোক চাপা পড়েছেন। এ ছাড়া ভবন, খাদ্য বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনৈতিক লাইফলাইনে বড় ধরনের প্রভাব ফেলেছে।”
তিনি আরও বলেন, “পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে উদ্ধার কাজ ব𓂃্যাহত হচ্ছে🦂 এবং চাপা পড়া মানুষের বেঁচে থাকার সম্ভাবনা কমে যাচ্ছে।”