শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল ইরাকের 🙈রাজধানী বাগদাদ। বিক্ষোভকারীরা গ্রিন জোনে প্রবে๊শ করে দেশের প্রধানমন্ত্রীর প্রাসাদে হামলা চালায়।
সিএনএনসহ আন্তর্𒀰জাতিক সংবাদমাধ্যমগুলো এই পরিস্থিতিকে শ্রীলঙ্কাꦐ-সংকটের সঙ্গে তুলনা করেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা প্রাসাদের সুইমিং পুলে নেমে হইহুল্লোড় করছে। ঠিক যেমন শဣ্রীলঙ্কার গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে কলম্বোয় প্রেসিডেন্টের প্রাসাদে তোলপাড় চালিয়েছিলেন বিক্ষোভকারীরা।
মুকতাদা আল-সদরের অনুসারীরা সরকারি ভবনের বাইরের বেষ্টনী ভেঙে𝔉 ফেলে প্রাসাদে প্রবেশ করে বিভিন্ন জিনিস তছনছ করে। পরে প্রেসিডেন্ট প্রাসাদে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
সোমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচনে আইনি বাধার কারণে ইরাকি নেতা মুকতাদা আল-সদর রাজনীতি ছাড়ায় ঘোষণা দেওয়ার পরই ফুঁ👍স🎀ে ওঠে সমর্থকেরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।
সমর্থকদের প্রাণহানির পর বিচারের দ🐻াবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন সদর। দেশজুড়ে 🐲কারফিউ জারি করেছে সরকার।