♏ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এব🌊ারই প্রথম তার প্রযোজনায় কাজ করছেন অপু। সিনেমাটির নাম ‘লাল শাড়ি’। সিনেমাটিতে প্রথমবার অপুর বিপরীতে পর্দায় অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ♛বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি বল🔯েন, “আশা করছি, ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে।”
এ প্রসঙ্গে সাইমন বলেন, “ছবির গল্প পড়ে মুগ্ধ হয়েছি। একটা ভিন্ন বিষয়ে 🌱গল্প লেখা।꧅ সুতরাং একটা ভালো গল্পে ভালো কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছবিটি নিয়ে তেমনই প্রত্যাশা রয়েছে।”
অপু বিশ্🐈বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত🅘 হবে সিনেমাটি। মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। লাল শাড়িতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে।
লাল শাড়ির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।