শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে জয় পাওয়া চিত্রনায়ক রুবেল পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। নিজের ছেড়ে দেওয়া পদে চিত্রনায়ক রিয়াজকে দেখতে চান রুবেল। তবে সেই পদে বসতে আগ্রহী নয় রিয়াজ।
গণমাধ্যমকে রিয়াজ জানিয়েছেন, রুবেল ভাই পদত্যাগ করেছেন শুনেছি। তবে বিষয়টি নিয়ে আমি এখনও কিছু জানি না বা রুবেল ভাইয়ের সঙ্গেও আমার যোগাযোগ হয়নি।
এ সময় রুবেলের ছেড়ে দেয়া চেয়ারে তার বসার বিষয়টি জানতে চাইলে রিয়াজ বলেন,‘‘আমি তার ছেড়ে দেয়া চেয়ারে কেন বসব? শিল্পীরা তাকে চেয়েছেন, তাই তিনি জয়ী হ꧙য়েছেন। আমি তার পদে বসতে চাই না।’’
রিয়াজ আরও বলেন,‘‘রুবেল 💟ভাই আমাদের সবার প্রিয় একজন মানুষ। শিল্পীরা তাকে ভালোবাসেন। আমি চাই তিনি তার নির্বাচিত পদে থাকুন। তার যে কোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।’’
২৮ জানুয়ারি (শুক্রবার) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে মাসুম প🌠ারভেজ রুবেল ও ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডি এ তায়েব ১১২ ও রিয়াজ আহমেদ ১৫৬ ভোট পেয়ে পরাজিত হন।