ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ১৬তম সিজন সঞ্চালনার জন্য নেওয়া এক হাজার কোটি রূপি তিনি ফেরত𝔉 দিয়ে দেবেন বলিღউডের `ভাইজান` সালমান খান।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে বিগ বসের উদ্বোধনী অনুষ্ঠানে🀅 এসে রসিকতা করে এমনটাই জানালেন এ অভিনেতা। আসলে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল, বিগ বসের নতুন সিজন সঞ্চালনার জন্য পারিশ্রমিক হিসাবে নাকি এক হাজার কোটি টাকা নিচ্ছেন `সাল্লুভাই`। তার পারিশ্রমিকের অঙ্ক শুনে অনেকেই আঁতকে উঠেছিলেন। এর আগে কোনও বলিউড অভিনেতা রিয়্যালিটি শো সঞ্চালনার জন্য এত দর হাঁকাননি।
💃ত𒀰বে মঙ্গলবারের এই অনুষ্ঠানে এসে তার হাজার কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টিকে সহাস্যে উড়িয়ে দিলেন সালমান।
অনুষ্ঠান চলাকালীন,ꦿ বিগ বসের সঙ্গে এই সিজনের থিম নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেতাকে। বিগ বসকে ধন্যবাদ জানানোর পর সালমান হাসতে হাসতে ফিসফিস করে বলেন, “সঞ্চালনার 🔴জন্য যে হাজার কোটি টাকা আমি এই বছর পাব বলে গুজব উঠেছে তা আমি ফেরত দিতে চলেছি। আমি যে টাকা কখনও হাতেই পাইনি, সেই টাকাই আমি ফেরত দিতে চলেছি। এর ফলে আয়োজক সংস্থা সম্পূর্ণ লাভে থাকবে।”
সূত্র- আনন্দবাজার পত্রিকা