• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বর্ষার মন্তব্যের জবাব দিলেন মিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ১১:১৭ এএম
বর্ষার মন্তব্যের জবাব দিলেন মিম

এবারের ঈদে একই সঙ্গে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। তারকা দম্পতি অনন্ত-বর্ষা অভিনীত ‍‍‘দিন দ্যা ডে‍‍’, বিদ্যা সিনহা মিম অভিনীত ‍ ‍‘পরাণ‍‍ไ’ ও পূজা চেরি অভিনীত ‍‍‘সাইকো‍‍’। তবে এ﷽বার সিনেমার প্রচরণারায় দেখা গিয়েছে কাদা ছোড়াছুড়ি। মুক্তির পর থেকেই তারকাদের বিভিন্ন মন্তব্যে আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। বিশেষ করে আনন্ত জলিল ও বর্ষার মন্তব্যে ক্ষেপেছেন অন্যরাও।

চিত্রনায়িকা বর্ষার মন্তব্যে সরগরম সোশ𓄧্যাল মিডিয়া। অনন্তের সঙ্গে আ𝓀ন্য নায়িকা না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ, যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।”

আরও পড়ুন: অনন্তকে ইমম্যাচিউর বললেন পরীমনি!

বর্ষা তার মনꦆ্তব্যে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা মন্তব্য করছেন, স্পন্সর নিয়ে বিয়💧ের শাড়ি কেনার কথা বলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে ইঙ্গিত করেছেন বর্ষা।

এ প্রসঙ্গে মিমকে জিজ্ঞেস করা হলে মিম বলেন, “আমার বিয়ের ড্রেস নিজের𓂃 টাকায় কেনা। আমি মনে করি, এখানে (মিডিয়া) যারা কಞাজ করে। তাদের কোনো কিছু বলার আগে বুঝেশুনে বলতে হয়। সবাইকে সম্মান দিতে শিখতে হয়। এটা আসলে পারিবারিক শিক্ষা।”

আরও পড়ুন: অনন্তকে ‘পরাণ’ দেখে পরান ঠান্ডা করতে বললেন রাফি

চলতি বছরের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা সিনহা মিম। বিয়েতে ভারতের খ্যাতনামা পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল লেহেঙ্গায় বউ সেজেছিলেন তিনি। তার সেই লেহেঙ্গাজুড়ে পাথর ও জরির এমব্রয়ডারির ভারী⭕ কাজ করা। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না ও সাজ বেছে নিয়েছিলেন এ নায়িকা।

ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় মিমের সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। বর্তমানে ১৪ হলে 𓆏প্রদর্⛎শিত হওয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ৫০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Link copied!