কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী হওয়া অভিনেতা ডিএ তায়েব&nbs🔴p;বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ব🐈র্জনের ঘোষণা দিলেন।
শনিবার (২৯ জানুয়ারি) নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে ডি এ তায়েব লিখেন, "ভোর পৌনে ৫টা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হি𒆙সাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম।"
এদিকে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হওয়ার পর&nb🦄sp;বাংলাদেশ চলচ্চিত্র🐓 শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।
অন্যদিকে সহ-সভাপতি পদে জয় পেয়েছেন মিশা-জায়েদ প্যানেলের ডিপজল ও রুবেল এবং সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সাইমন🏅 সাদিক।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কাঞ্চন-নিপুণ প🧜্যানেলের মামনুন ইমন জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত💙 হয়েছেন মিশা-জায়েদ প্যানেলের জয় চৌধুরী।