আশি ও নব্বইয়ের দশকে বাংল﷽া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আলমগীরের ৭২তম জন্মদিন আজ। ১৯৫০ সালের (৩ এপ্রিল) এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার গ⛦্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ সিনেমা দিয়ে তার অভিনয়ের শুরু। তারপর একে একে সামাজিক, পারিবারিক, অ্যাকশন, রোমান্টিক ব🐈িভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে নায়ক আলমগীর স্থান করে নিয়েছেন।
অভিনয় জীবনে তিনি ২২৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্ꦉরেষ্ঠ পার্শ্ব-অভিনেতা বিভাগে নয়বার জাতীয় ๊চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার-সম্মাননা।
২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননায়’ ভূষিত হন এ অভিনেতা। অভ൲িনয়ের পাশাপাশি তিনি বেশকিছু চলচ্চিত্র পরিচালনাও করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভ♒াপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আলমগীরের বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর 🔴অন্যতম প্রযোজক ছিলেন।
নায়ক আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনুর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সা🎉লে। গায়িকা আঁখি আলমগীর তাদের কন্যা। খোশনুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।