• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন লুকে সুজিতের সিনেমায় অমিতাভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০১:৫২ পিএম
নতুন লুকে সুজিতের সিনেমায় অমিতাভ

বলিউড বিগ-বি অমিতাভ বচ্চন এবং𓄧 পরিচালক সুজিত সরকারের র🦂সায়ণে বরাবরই মুগ্ধ দর্শক। এই দুই জুটি একসঙ্গে যতোগুলো সিনেমা করেছে, তার সবগুলোই পেয়েছে হিটের তকমা। সুজিতের গল্প বলার ভিন্ন ধরনের সঙ্গে বিগ-বির অনবদ্য অভিনয় সিনেমাগুলিকে করে তুলেছে অসাধারণ। 

নতুন খবর অমিতাভ-সুজিত জুটি ফে🦂র একসঙ্গে হতে চলেছে। এজন্য নিজের লুকেও বদল এনে💃ছেন শোলেখ্যাত সিনিয়র বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম হꦅিন্দুস্🍬তান টাইমস জানিয়েছে, সুজিতের পরবর্তী ছবিতে অতিথি শিল্পী হিসেবে বড়পর্দায় দেখা দেবেন ‘শাহেনশাহ’। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শনিবার (১৯ মার্চ) নিজের💦 একটি ছবি শেয়ার করেছিলেন ‘বিগ বি’। সেখানে দেখা যাচ্ছে, বিমানের মধ্যে আয়েশ করে বসে রয়েছেন তিনি। তবে নেটিজেনদের নজর এড়ায়নি তার চুলে করা গোলাপি রং। 

জানা যায়, সুজিতের ছবির জন্যেই নতুন লুকে অমিত꧋াভ। আপাতত কলকাতায় জোরকদমে সুজি♑তের ছবির শুটিং সারছেন তিনি।

অল্প সময়ের জন্য হলেও সুজিতের এই ছবিতে অমিতাভের চরিত্রটি দারুণ গুরুত্বপূর্ণ।🏅 এককথায় গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মত। 

‘পিকু’, ‘গুলাবো সিতাবো’, ‘পিঙ্ক’-এর মতো একের পর এক মনমাতানো ছবি দর্শকদের 🤡উপহার দিয়েছে এই পরিচালক-🍷অভিনেতা জুটি। এই নিয়ে পাঁচবার সুজিতের সঙ্গে জুটি বাঁধলেন ‘সিনিয়র বচ্চন’।

তাঁদের ঝুꦰলিতে রয়েছে ‘শু বাইট’ নাম মুক্তি না পাওয়া একটি ছবিও।

Link copied!