• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন প্রজন্মের শিল্পীদের কাছে বিপ্লবের আহ্বান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:০৮ পিএম
নতুন প্রজন্মের শিল্পীদের কাছে বিপ্লবের আহ্বান

নব্বই দশক🌼ের জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউস। এই ব্যান্ডের প্রধান গায়ক বিপ্লব। তিনি এখন যুক্তরাষ্ট্র 🌱প্রবাসি। সেখানে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে গানের চর্চাও করে যাচ্ছেন। জনপ্রিয় এই শিল্পী বিদেশে থাকলেও দেশের শিল্পীদের সম্পর্কে খোঁজ-খবর রাখেন। 

বুধবার (১৪ꦓ সেপ্টেম্বর) বিপ্লব দেশের তরুণ শিল্পীদের পরামর্শ দিয়ে ফেসবুক পোস্ট লেখেছেন। সেখানে তিনি বলেন, “নতুন প্রজন্মের কাছে আমার একটি আহ্বান, কভার গান ও বিভিন্ন ধরনের গান শুনে নিজেকে সমৃদ্ধ করো। আর নতুন নতুন গান আবিস্কার করে নিজের সত্ত্বা, স্বকীয়তা  ও মিউজিক ইন্ডাস্ট্রিকে সম্মৃদ্ধ করো।”

নতুন গান করার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রিমিক্স-রিমেক করতে করতে পুরো বিষয়টা একটা জায়গায় থেমে গেছে। নতুন গান না হলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি বড় হবে♛ না। হিট হবে কি না হবে সেটা পরের বিষয়। নতুন গান তৈরি করো আর নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে আপলোড করো। মনে রাখবা তোমরাই আগামী, শুভ কামনা রইল।”

ব্যান্ড, মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শো—সব জায়গায় নব্🦹বই দশকে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগরবাউলের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস। ব্যান্ডে যেমন সরব ছিলেন, তেমনি আইয়ুব বাচ্চু , জেমস, হাসান ও বিপ্লব সমানতালে উচ্চারিত 🍃একটি নাম ছিল। নব্বই দশকে এই চার ব্যান্ড ও চার শিল্পীর সমান বিচরণে মুখরিত ছিল বাংলাদেশের গানের জগৎ। 

বাংলাদেশ সংগীত কলেজের অধ্যাপক 🐽আবু তাহেরের ছেলে বিপ্লব ছোটবেলা থেকে গানের মাঝে বেড়ে ওঠেন। ১৯৮৬ সাল🍃ে প্রমিথিউস ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন। দুই বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘স্বাধীনতা চাই’। এরপর দলের হয়ে ১৬টি অ্যালবাম প্রকাশ করেছেন। একক গানেও বিপ্লব ছিলেন অনবদ্য। প্রমিথিউস ব্যান্ডের সর্বশেষ প্রকাশিত দুটি অ্যালবাম হচ্ছে ‘আমাদের পথ’ ও ‘ছায়াপথ’।

Link copied!