দুর্গোৎসবে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জিৎ-মিমি জুটির ‘বাজি’ সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে শুক্রবার (১৫ অক্টোবর)। তথ্যটি নিশ্চিত করেছে ছবিটির আমদানিকারক তিতাস কথাচিত্রের ক♊র্ণধার আবুল কালাম।
তিনি বলেন, “১৫ অক্টোবরই ‘বাজি’ মুক্তি পাবে। এটাই চূড়ান্ত তারিখ। তবে কত হলে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। পরে জানা✤তে পারব।”
বাংলাদেশে &lsquo𓃲;বাজি’ মুক্তি উপলক্ষে কোনো প্রচারণা হচ্ছে না কেনো—জানতে চাইলে তিনি বলেন, “আসলে প্রচারণা কলকাতা থেকে যেটা করা হচ্ছে, সেটাই যথেষ্ঠ। আমরা আলাদা করে প্রচারণা করব না। সিনেমা হলগুলো পোস্টার লাগাবে, দর্শকরা সেখান থেকেই জানতে পারবেন।”
চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানায় যায়, ৩ জুন বাংলাদেশ থেকে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘বাজি’। গত ঈদে তিনি ‘বাজি’ মুক্তি দিতে চেয়েছিলেন আবুল কালাম। কোভিড পরিস্থিতির অবনতির 🐈কারণে সম্ভব হয়নি। কলকাতাতেও মুক্তি দেয়া হয়নি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জিৎ-মিমি জুটির সিনেꦓমা ‘বাজি’র শুটিং। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটি নির্মিত জিতের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস থেকে। যেটি🍸 তেলেগু ব্লকবাস্টার ‘নান্নাকু প্রেমাথো’ সিনেমার রিমেক। এর সংগীত পরিচালনা করেছেন তারকা সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলি।
জানা যায়, জিতের ‘বাজি’ সিনেমার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া হ🌠াবিবুর রহমান হাবিব পরিচালিত ও আনিসুর রহমান মিলন এবং মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ সিনেমাটি।