• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেকের পর এবার কলকাতায় গাইবেন সনু নিগম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০২:৪১ পিএম
কেকের পর এবার কলকাতায় গাইবেন সনু নিগম

কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে মারা যান বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ (কেকে)। মঙ্গলবার (৩১ মে) ঘটে যাওয়া এ ঘটনায় পুরো শিল্পীপাড়ায় বিষাদের 🐽ছায়া। বিষয়টি দারুণ দাগ কেটেছে ভারতীয়দের। তবে কলকাতায় শোকটা যেন আরও বেশি। এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। মুম্বাইয়ের শিল্পীরা আর আসবেন তো কলকাতায়?

সেই আশঙ্কা গাঢ় হয়েছে আরেকটি অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেই শো বাতিল হয়ে ♐যাওয়ার পর নেটমাধ্যমে চাউর হয় যে, মুম্বাইয়ের শিল্পীরা নাকি কেকে-র মৃত্যুর পর কলকাতায় আসতে ভয় পাচ্ছেন! 

তবে সেটা ঘটছে না। কারণ 🍌জুলাই মাসেই কলকাতার মঞ্চে গ🎐াইবেন বলিউডের আরেক খ্যাতিমান গায়ক সনু নিগম। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, অনুষ্ঠানটি হবে এটা নিশ্চিত।

অনুষ্ঠানের উদ্যোক্তা তোচন ঘোষ তাদের বলেন, “কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থেকে শো করতে আসবেন না। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে। হেমন্ত-সন্ধ্যা-মান্নাদের শহর এটা। এখ﷽ানকার দর্শকদের উত্তেজনাও উপভোগ করেন মুম্বাইয়ের শিল্পীরা। একথা মিথ্যা যে, ‘মুম্বাই কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে!’’

তোচন ঘোষ আরও বলেন, “সনু নিগমের সঙ্গে প্রাথ✅মিক পর্যায়ে কথা হ🔯য়েছে। নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কথা হয়েছে। তারা আসছেন।’’

সোমবার (৩০ মে) ও মঙ্গলবা🎶র (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। স্টেজ পারফর্ম করার সময় অসুস্থবোধ করেন ৫৪ বছর বয়সী কেকে। 🉐হোটেলে ফিরে যাওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: ইন্ডিয়ান টাইমস

 

Link copied!