কাপুর এবং ভাট পরিবারে এখন খুশির হ🥃াওয়া বইছে। মা-বাবা হচ্ছেন বলিউডের জনপ্রিয় নায়ক-নায়িক🍃া রণবীর কাপুর- আলিয়া ভাট। হবু মা আলিয়াকে নিত্যনতুন পোশাকে ফ্রেমবন্দী করছে পাপারাজ্জিরা।
নতুন অতিথি আসার খবরে সবাই ব্যস্ত নানান আয়োজনে। নায়িকার দুই মায়ের মধ্যেও যেন আনন্দের শেষ নেই। মা সোনি রাজদান এবং শাশুড়ি ♋মা নীতু কাপুর ইতিমধ্যেই সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধের অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়⛦ার দুই মা।
অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন করিনা কাপুর খান, কারিশ্মা কাপুর, আকাঙ্খা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চনসহ আরও অনেকে। আর আলিয়ার ছোꦰটবেলার বন্ধুরা ꦅতো থাকছেনই।
এর আগে লন্ডনে সোনমের জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠানের হয়েছিল। পরে অবশ্য মুম্বইয়েও বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন তারা। ক🍨িন্তু তা বাতিল হয়ে যায়। হালে বিপাশা বসুর মাও সাজিয়ে♉-গুছিয়ে বাঙালি মতে সাধ দিয়েছিলেন।
তবে আলিয়ার ক্ষেত্ꦿরে তেমনটা হবে না আশা করা যায়। ‘ব্রহ্মা🌼স্ত্র’র প্রচার পর্ব সেরে আপাতত নিজের জন্যই পুরো সময় নায়িকার। এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।