বেশ কয়েকবছর যাবত ঈদে ড. 𒅌মাহফুজুর রহমান একক সংগীতানুষ্ঠান নিয়ে টেলিভিশন 𓂃পর্দায় আসেন। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম। প্রতি বছরের মতো এবারের ঈদেও হাজির হচ্ছেন তিনি। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘রঙের দুনিয়া’।
আজ রোববার (১০ জলাই) রাত ১০টা ৩♊০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় অনুষ্ঠানটি প্রচার হবে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান।
নাজমা মোহাম্ম✨দ, রাজেশ ঘোষ ও ড. মাহফুজুর রহমানের কথায় গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। ইতোমধ্যেই গানগুলোর ভিডিওচিত্র ধারণ সম্পন্ন হয়েছে। এতে বেশ কিছু মডেলের সঙ্গে পারফর্ম করেছেন ড. মাহফুজুর রহমান।
২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান প্রচারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হবে।