• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অনন্তকে ‘পরাণ’ দেখে পরান ঠান্ডা করতে বললেন রাফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০২:৩৪ পিএম
অনন্তকে ‘পরাণ’ দেখে পরান ঠান্ডা করতে বললেন রাফি

‘দিন দ্য 🍃ডে’ সিনেমার নায়ক অনন্ত জলিলকে 🌸পরাণ দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রায়হান রাফি। বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনন্তকে এ আহবান জানান।

রায়হান রাফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, ‍‍“শ্রদ্ধেয় বড় ভাই, ছোট༺ ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো‍‍!!”

আরও পড়ুন: অনন্তকে ইমম্যাচিউর বললেন পরীমনি!

রাফি আরও লেখেন, ‍‍“ভুঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে, আসেন পরাণ দেখে পরানটা ঠান্ডা করে যান। আপনাকে ‘পরাণ’ দেখার আমন্ত্রণ দি🃏লাম। সবগুলো বাংলা ছবি দেখুন, জয় হক বাংলা চলচ্চিত্রের। আজকের ব্লকবাস্টার সিনেমাস এ হাউসফুল।‍‍”

আরও পড়ুন: সেই প্রতিবন্ধী ভক্তের চিকিৎসা করাবেন অনন্ত!

বৃহস্পতিবার স𝕴কালে অনন্তর ভেরিফায়েড ফে𝕴সবুক পেজ থেকে একটি সংবাদ শেয়ার করতে দেখা যায়। সংবাদের শিরোনাম  ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়াতে ফাঁকা আওয়াজ’। আর এরই জবাবে রায়হান রাফি এসব লেখেন।

এদিকে পর𒉰াণ সিনেমার অভিনয়শিল্পীরা বৃহস্পতিবার বিকেলে দর্শকদের সঙ্গে ༺পরাণ সিনেমা দেখতে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে আসেন। পরিচালক রাফি এক ফেসবুকে ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বিকেলের শো‍‍টি হাউসফুল।

 

Link copied!