ঢাকা মহানগর গোয়েন্দা 👍(ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন চিত্রনায়ক জায়েদ খান। ম🥃ঙ্গলবার (৩০ মে) বিকেল পাঁচটার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।
কয়েক দিন ধরে সাম♛াজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছেন জায়েদ🐓 খান। এসব বিষয়ে কথা বলতে ডিবির কার্যলয়ে গেছেন তিনি বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এ বি𝔍ষয়ে যোগাযোগ করা হলে জায়েদ খান ‘সংবাদ প্রকাশকে’ জানিয়েছেন, বিশেষ কোনো কারণে তিনি যাননি।
জানা𝕴 গেছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদের সঙ্গে ব্যক্তিগতভাবে জায়েদ খানের সম্পর্ক খুবই ভালো। সে কারণেই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেꦿ জায়েদ খান ডিবি অফিসে গেছেন।
এ সময় চলচᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও ছোট পর্দার রম্য অভিনেতা সিদ্দিকুর রহমানও তার সঙ্গে ছিলেন।
জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। জাহি𒁃দ🅺 হোসেন পরিচালিত সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও মৌসুমী, ওমর সানীসহ অনেকেই অভিনয় করেছেন।