‘রিমান🎶্ড’ শিরোনামে নতুন একটি ধারবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। এতে ডিভি পুলিশের ভুমিকায় দেখা যাবে তাকে। বর্তমান চলমান রাজনীতিই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুর রহমা𝔉ন। এরই মধ্যে মারুফ ও মমসহ আরও অন্যান্য শিল্পী এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন।
মম বলেন, ‘রাজনীতি ঘিরে একেবা🐻রে তাজা গল্প, সবার ভালো লাগবে ধারাবাহিকটি।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম বেশ কয়েকটি দরꦅ্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে সিনেমার চেয়ে নাটকে তিনি অনেক বেশি অভিনয় করেছেন। এরই মধ্যে মম অভিনীত নতুন ধারাবাহিক সৈয়দ শাকিল পরিচালিত ‘নীল ঘূর্ণি’ দেশের একটি বেসরকারি টিভিতে প্রচারও শুরু হয়েছে।
‘মাস্টার’ শিরোনামে নতুন সিনেমায়ও চুক্তিবদ্ব হয়েছে🎐ন এই অভিনেত্রী।
অভিনেত্রী জাকিয়া বারী মম বৈষম্যবিরোধী⛎ ছাত্র আন্দোলনের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়েছিল🐈েন। শিক্ষার্থীদের নানাভাবে উৎসাহ যুগিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন।