• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হঠাৎ পলির বাসায় কেন শাবনূর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪, ০৯:০০ পিএম
হঠাৎ পলির বাসায় কেন শাবনূর
চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে পলি। ছবি: সংগৃহীত

সমালোচিত নায়িকা পলির বাসায় গেলেন নন্দিত চিত্রনায়িকা শাবনূর।  ‘ফায়ার’ নামে একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু। এর🎀পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। আলোচনার পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও ছ⛦িল।

সবশেষ তাকে দেখা গেছে রাজু চৌধুরী পরিচালিত ‘এক নাম্বার আসামি’ সিনেমায়। ক্যারিয়ারের মাঝামাঝি সময় শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘কঠিন পু🐲রুষ’ সিনেমায় শাবনূরের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল পলির। সেই থেকে এ দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব। এরমধ্যে শাবনূর অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়🐽েছেন। প্রয়োজনে দেশে আসেন। তবে দুজনের মধ্যে যোগাযোগ ঠিকই রয়ে গেছে।

এদিকে গত বছরের শেষ দিকে দেশে আসেন শাবনূর। এসেই ঘ🅘োষণা দেন নতুন সিনেমায় অভিনয়ের। বর্তমানে সেটারই প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রত🍒ি পলির নিমন্ত্রণে তার বাসায় হাজির হন শাবনূর। সঙ্গে ছিলেন আরেক চিত্রনায়িকা আয়না (রিয়াজের সঙ্গে ‘হৃদয়ের আয়না’ সিনেমায় অভিনয় করেছেন)। দীর্ঘদিন পর প্রিয় বান্ধবীকে একান্তে পেয়ে বেশ উচ্ছ্বসিত পলি।

তিনি বলেন, ‘এটা ভীষণ সত্যি আমি সিনেমার দুনিয়ায় আসি মৌসুমী আপু ও শাবনূরের অভিনয় দেখে। তাদের অভিনয় দেখে এতই মুগ্ধ হয়েছিলাম যে, সিনেꦆমা আমাকে খুব টানতো। তাদের অভিনয়ের প্রেমে পড়েই আমার নায়িকা হয়ে ওউঠা। আর সেই আমার খুব ভালো একজন বন্ধু এখন শাবনূর। দীর্ঘদিন পর শাবনূর ও আয়না আপুর সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। সব মিলিয়ে সময়টা ভালো কেটেছে।’

পলি বর্তমানে ব্যবসার সঙꦚ্গে জড়িত। বুটিক ছাড়াও তার রয়েছে এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস। নব্বই দশকে অশ্লিলতার অভিযোগে এফডিসিতে নিষিদ্ধ হয়েছিল নায়💫িকা পলি।

Link copied!