• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন মন্দিরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৪, ০২:১৭ পিএম
রাজের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন মন্দিরা
শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী । ছবি: ফেসবুক থেকে

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয়ের মধ্যেদিয়ে প্রথম পরিচয় হয় আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও টিভি অভিনেত্রীℱ মন্দিরা চক্রবর্তীর। ঈদে মুক্তি পাওয়া 𒅌সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় আলোচনায় চলে আসেন রা ও মন্দির।

সম্প্রতি একটি অনলাইꦬনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী।  পাশাপাশি বিভিন্🎀ন বিতর্কিত বিষয়েরও সোজাসাপ্টা জবাব দেন মন্দিরা। তবে সেগুলোর বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে।

মন্দিরাকে প্রশ্ন করা হয়, ♋এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে, তিনটি ছবির তিনজন নায়িকা, তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তীꦅ, কাকে বেশি সময় দিচ্ছেন বুবলীকে না মন্দিরাকে?

উত্তরে নায়িকা বলেন, ‘ওꦑর তিনটি চল𒈔চ্চিত্র মুক্তি পেয়েছে, তিনটিকেই সমানভাবে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয়, কাজ মানে তিনটিই আমার সন্তানের মতো। একটি একটু বেশি ভালোবাসছি, একটি একটু কম ভালোবাসছি, সে রকম নয়। যখন কাজটা করব, পুরোপুরি চেষ্টা দিয়েই তো আমি করছি। আমার কাছে মনে হয় তিনটিকেই সমানভাবে দেখা উচিত।’

রাজ-মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে, রাজ-মন্দিরার প্রেমটা কতꦚ দিনের?  উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হ🤪য়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না। কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হয়েছিল ২০২২ সালে। 

তার তখন সন্তান হয়েছিল, সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার ꦿসঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’

Link copied!