কিয়ারা আদবানির আদরের ছোট ভাই মিশাল আদবানি। রোববার (ꩵ৫ ফেব্রুয়ারি) কিয়ারা ও সিদ্ধার্থর সঙ্গীত অনুষ্ঠানে দিদি এবং হবু জামাই বাবুকে সারপ্রাইজ দেও🐠য়ার জন্য একটি বিশেষ গান পারফর্ম করবেন বলে ঠিক করেছেন। এই গানটি তার আদরের দিদি কিয়ারা এবং ভাবি জামাইবাবু সিদ্ধার্থ মালহোত্রার জন্য বিশেষভাবে তৈরি করেছেন মিশাল।
বলিউডের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
পেশাগতভাবে কিয়ারার ছোট ভাই মিশাল নিজে একজন র্যাপার, মিউজিক কম্পোজার এবং মিউজিক প্রোডিউসর। ২০২২ সালের নভেম্বর মাসে নো মাই নেম নামে ফার্স্ট ট্র্যাক টাইটেল রিলিজ করেছিলেন। গত বছরের নভেম্বর মাসে মিশাল আদবানির সেই মিউজিক অ্যালবামের রিলিꦅজের অনুষ্ঠানে দেখা গিয়েছিল হবু জামাই🔯 বাবু সিদ্ধার্থ মালহোত্রাকে।
রোববার সংগীত অনুষ্ঠানে মিশাল একা নন। শোনা গেল দিদি কিয়ারার সঙ্গে যৌথভাবে ডান্স করবেন মিশাল। এছাড়াও সংগীত অনুষ্ঠানে কিয়ারা ও সিদ্ধার্থ দুজনে মিলে ‘শেরশাহ’ ছবির গান পরিবেশন করবেন য♛ুগ্মভাবে।
ডিজে গনেশ সংগীত অনুষ্ঠানের পুরো পর্বটি পরিচালনা ছাড়াও সোমবার (৬ ফেব্রুয়ারি) বিয়ের পরবর্তী পার্টির অনুষ্ঠানটিও ডিজ🥀ে হিসেবে পরিচালনা করবেন।