তিনি একজন স্পষ্টবাদী নারী। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করতে ভয় পান না ঠোঁটকাটা হিসেবে পরিচি𝓀ত এ অভিনেত্রী। টালিউডের জনপ্রিয় এ অভিনেত্রী ক🦩থা বলতে কাউকেই ছাড় দেন না। বলছি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কথা।
শ্রীলেখার কী হলো হঠাৎ? কেন আর বাঁচতে চাচ্ছেন না তিনি? অভিনেত্রীর ভক্তরা মনে নানা প্রশ্ন আর র🥃হস্যের জাল বুন🌠েছেন তাদের প্রিয় নায়িকার পোস্টটি দেখে। শ্রীলেখার করা পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
শ্রীলেখা এবার জানালেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। শনিবার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, “ভালো লাগছে না কিছুই। বাব🎉া-মাকে চাই। আর বাঁচতেই ইচ্ছা ♔করছে না।”
মন্তব্যে একজনꦇ লিখেছেন, সত্যি তাই। খুব ডিপ্রেসড লাগছে। ঘুম নেই। অস্থির লাগছে। ꩲকোনো কাজেই মন বসাতে পারছি না। এই ঘটনার বিচার না হওয়া অবধি আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা সম্ভব নয়।
শ্রীলেখা যে পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের নꦅারী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় খুবই হতাশ হয়ে পড়েছেন, মন্তব্যকারীদের কথায় এটা স্পষ্টভাবে বুঝা যায়। এ ঘটনার বিচারের দাবিতে সেখানকার উত্ꦐতাল রাজপথে ছিলেন শ্রীলেখাও। গলা উঁচিয়ে তিনি প্রতিবাদও করেছেন।