সুপারস্টার শাকিব খানের সিনেমা ছাড়া যেন ঈদই জমে না। সেই ধারা অব্যাহত থাকছে আসন্ন ঈদেও। এবার ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই෴ সিনেমার ‘কিং খ🦋ান’ খ্যাত এই অভিনেতার ‘রাজকুমার’ সিনেমাটি। তাও আবার রেকর্ডসংখ্যক হলে।
হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে পেয়েছে সেন্সরবোর্ড ছাড়পত্র। বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া🌄র কর্ণধার ও প্রযোজক আরশাদ আদনান বলেন, গত ৪ এপ্রিল ‘রাজকুমার’ সিনেমার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলাম। সেন্সর বোর্ড থেকে সিনেমা দেখে অনেক প্রশংসা করেছেন। একজন সদস্য আমাকে কল দিয়ে বলেছেন, সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। কী সিনেমা বানিয়েছ! এমন সিনেমা বাংলাদেশে আগে দেখা যায়নি। সবাই প্রশংসা করেছেন।
ঈদ𝓡 উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে প্রায় এক ডজন সিনেমা থাকলেও, আপনার ‘রাজকুমার’ কতগুলো হলে দেখা যাবে, এমন প্রশ্নের জবাবে আরশাদ আদনান বলেন, বড় বড় সব হলগুলো আমরা আগেই বুকিং করে ফেলেছি। আমাদের বড় সিনেমা, ভালো দামে বুকিং করব এটাই স্বাভাবিক। আমরা ভালো দামে সিনেমাটি মুক্তি দিতে পারছি। এ রকম দামে বাংলাদেশের কোনো সিনেমা আগে বুকিং হয়নি। বেছে বেছে ভালো হলগুলোতে সিনেমা দিচ্ছি।
দেশের ১০-১৫টি বাদে প্রায় সব সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে।