এক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন জায়েদ-নুসরাত। দেখে মনে হচ্ছে, জায়েদ কোনো মজার কথা ব𓄧লছেন আর নুসরাত মাথা নিচু করে হাসছেন। ম্যাচিং করা পোশাকও পরেছেন দুজন। সিডনি অপেরা হাউসের তীরে এই ছবি পোস্ট করেছেন নায়িকা নুসরাত ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছ🤡ে ৫ মে।’
ছবিটি পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাইক-কমেন্ট আর শেয়ারের বন্যা বইছে। অনেকে ম𒁏ন্তব্য করছেন, জায়েদ-ফারিয়া জুটি হলে মন্দ হয় না।
জায়েদ খান বিনোদন অঙ্গনে ‘ভাইরালไম্যান’ হিসেবে পরিচিত । তিনি যেন দিন দিন দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন। এই দেশে তো, এই বিদেশে। কখনো সাকিব আল হাসাꦡনের সঙ্গে বিজ্ঞাপন করছেন, আবার উড়াল দিচ্ছেন বিদেশে। মঞ্চে ‘বিড়ি’ গানের তালে তালে নাচ করে আনন্দ দিচ্ছেন দর্শকদের। আবার নিজের সিগনেচার স্টেপ ডিগবাজিও খাচ্ছেন।
একসময় শিল্পী 𓄧সমিতি নিয়েই বেশ আলোচনায় ছিলেন জায়েদ খান। তবে এখন বিজ্ঞাপন, প্রোমোশন থেকে শুরু করে স্টেজ শো, শোরুম উদ্বোধন আর নতুন নতুন কর্মকাণ্ড করে মানুষকে হাসাচ্ছেন। ঈদের সময় জায়েদের অভিনীত সিনেমা ‘সোনার চর’ মোটামুটি সাড়া ফেলেছে।
তবে এবার অস্ট্রেলিয়ায় নুসরাত ফারিয়ার সঙ্গে ঘুরতে দেখা গেছে জায়েদ খানকে। গত মাসের শেষ সপ্তাহে মেলবোর্ন ও সিডনিতে শো ক𒐪রতে গেছেন এই অভিনেতা।
এই ভ্রমণে তাঁর পাশে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকেও। সেখানে একই মঞ্চে শো করেছেন দুইজন। সেখানে ডিগবাজিও দিয়েছেন জায়েদ খান। পাশাপাশি বিভিন্ন জায়গায় দলবল নিয়ে ঘুরতে দেখা গেছে তাঁদের। সেসব মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করছেন তাঁরা। ১০ মে দেশে ফেরার কথা আছে তাঁদের।