দেশ মাতিয়ে মার্কিন মুলুকে চলছে আলোচিত সিনেমা রাজকুমার। গত মার্চের শেষ ভাগে উন্মুক্ত করা হয় ‘রাজকুমার’ সিনেমার প্রথম পোস্টার। তাতে কেবল শাকি🅠ব খানের উপস্থিতি ছিল। মোটা হরফে নায়ক, পরিচালক, প্রযোজকের নামও উল্লেখ করা হয় তাতে। কিন্তু ঠাঁই হয়নি নায়িকার ছবি কিংবা নামে♛র। সিনেমার দ্বিতীয় পোস্টারেও একই অবস্থা দেখা গেছে। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ছবির নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি।
সোশ্যাল হ্যান্ডেলে কোর্টনি কফি বলেছেন, “যুক্তরাষ্ট্রে এমন কোনও দর্শক আছেন, যিনি প্রেক্ষাগৃহে ‘রাজকুমার’র পোস্টারে আমার নাম দেখেছেন? এই পর্যন্ত আমি যত পোস্টার দেখেছি, কোথাও আমার নাম নেই। কেউ যদি একটি পোস্টারও দেখেন, দয়া করে আমাক🥃ে পাঠাবেন। নিজের দেশে আমি সেটার সঙ্গে দ🦋াঁড়িয়ে একটি ছবি তুলতে চাই।’
গেল ১৯ এপ্রিল থেকে কোর্টনি কফির দেশ তথা যুক্তরাষ্ট্রে চলছে ‘রাজকুমার’। বিভিন্ন প্রেক্ষাগৃহে, পথের ধারেও ছবিটির পোস্টার সাঁটানো হয়েছে। কিন্তু বরাবরের মতো শাকিবের একার ছবি💯, একার নাম। কোথাও নেই কোর্টনি কফি। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলেও এ প্রসঙ্গে ছবির নির্মাতা, প্রযোজক কিংবা♎ নায়কের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখা যায়নি।
উল্লেখ্য, ঈদ উল ফিতর উপলক্ষে গেল ১১ এপ্রিল দেশের ১২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “রাজকুমার’’। এখন অব্দি এটিই ঈদের সবচেয়ে সফল ছবি। দেশের পাশাপাশি এখন ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় চলছে। এছাড়া আগামী ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।