ফ্রান্সের ‘প্যারিস ফ্যাশন উইক-২০২৩’-এ যোগ দিতে গিয়ে🎃 আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
এক ইনস্টাগ্রামꦚ পোস্টে উর্বশী লেখেন, ‘এই মুহূর𓃲্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।’
জানা গেছে, বর্তমানে ব্যাপক উত্তপ্ত অবস্থায় রয়েছে ফ্রান্স। মূল✤ত ট্রাফিক আইন অমান্য করায় কৃষাঙ্গ কিশোরকে গুলি করে মারার অভিযোগে রাস্তায় নেমে প্র🌊তিবাদ করেন হাজার হাজার মানুষ। আমজনতার সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন আরও দুই শতাধিক পুলিশ।
এদিকে উর্বশী প্যারিসে, সেই জন্য দুশ্চিন্তায় আছে তার পরিবার। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আমি এখানে আটকে পড়ায় দেশে আমার পরিবার খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। ওরা খবর দেখেশুনে আরও আতঙ্কিত। তাই যথাসম্ভব নিজেরা সাবধানে থাকার চেষ্টা করছি। এমন সুন্দর দেশের এই ভয়ানক পরিস্থিতি দেখে আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে।’’