শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বর্তমানে তিনি হায়দরাবাদের একটি হাসপাতালে𝔉 চিকিৎসাধীন রয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, উর্বশী নান্দামুরি বালাকৃষ্ণার ‘এনবিকে ১০৯’ সিনেম⛎ায় অভিনয় করছেন। সেই সিনেমারই তৃতীয় লটের শুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ধুন༒্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী।
সিনেমাটির টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অভিনেত্রীর ফ্র্꧑যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।
তেলুগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববির নির্মাণে ♋‘এনবিকে ১০৯’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই প্যান ইন্ডিয়ান সিনেমা।
উর্বশী ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।