টরোন্টো আন্তর্জাত🔥িক চলচ্চিত্র উৎসবের (টিফ) উত্তেজনা ৮ম বারের মতো থিয়েটার থেকে ফেস্টিবল স্ট্রিট ও ডেভিড পেকট স্কয়ারে ছড়িয়ে পড়বে। কানাডার পিটার স্ট্রিট ও ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের মাঝের কিং স্ট্রিট ওয়েস্ট দর্শনার্থীদের উন্মুক্ত একটি অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে টিফ নিউজ।
ফেস্টিবল স্ট্রিট উদযাপন সেপ্টেম্বরের ৭ তারিখে শুরু হয়ে চলবে ১০ তারিখ পর্যন্ত। এতে থাকছে খাবার দোকান, ছবির তোলার সুযোগ ও ফেস্টিবল স্ট্রিট মিউজিক স্টেজ সংগীতানুষ্ঠান।
এবারের ফেস্💙টিবল স্ট্রিট মিউজিক স্টেজে গান পরিবেশন করবেন নিকলব্যাক, শো মাদযোজি, দ্য অবরেইজের মতো তারকা সংগীতশিল্পীরা। আর এ বর্ণিল উৎসবে সাধারণ দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশাধিকার পাবে।
টরোন্টোর এই বিখ্যাত সড়ক উৎসবের সূচনা হবে ৭ সেপ্টেম্বর ‘এ নাইট অব জ্যাজ’ নামক জ্যাজ গানের অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম দিন সংগীত পরিবেশন করবেন জ্যাজ কিংবদন্তি ডেভ ইয়াং, থম্পসন এগবো-এগবো ও জ্যাকব চাং কুইনটেট। পরদিন ফেস্টিবল স্ট্রিট মিউজিক স্টেজে উঠবে কানাডার রক ব্যান্ড নিকলব্যাক।
‘টিফ নেক্সট ওয়েভ ব্লক পার্টি’ হবে ৯ সেপ্টেম্বরে। এদিন দ্য অবরেইজ, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ স্ট্রেঞ্জার থিংসের অভিনেতা এরেক্স পোরাট, শো মাদযোজি ও গ্র্যামি পুরস্কার বিজয়ী জেক্স ব্যান্টউইনি মঞ্চে উঠবেন।
আর এই সড়ক উৎসবের শেষ দিন লুনা এলি, টরোন্টো ড্যান্স থিয়েটার ও ডগ টিয়েলি তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন। এদিন হিপ হপ সঙ্গীতের ৫০তম বার্ষিকী উদযাপনে, ফেস্টিবল স্ট্রিটে 🌼শেষ পরিবেশনা নিয়ে আসবেন ‘গডমাদার’ খ্যাত কানাডিয়ান র্য🌃াপ সঙ্গীত শিল্পী মিচি মি।
টিফের প্রধান নির্বাহী ক্যামেরন বেইলি বলেন, “টিফে এই বছরের ফেস্টিভ্যাল স্ট্রিট উম্মোচন করতে পেরে আমরা রোমাঞ্চিত। উত্সবটিকে হৃদয়ে ধারণ করে, ফেস্টিবল স্ট্রিটে আবারও শিল্প, সংস্কৃতি ও গল্প বলার ভালো লাগা নিয়ে একটি প্রাণবন্ত উদযাপন হবে।”