মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’💮। মুক্তির প্রথম দিনে প্রথম শোতেই দর্শক চাহিদাও পূরণ করতে পেরেছে সিনেমাটি। সিনেমা দেখে দুর্দান্ত রিভিউ দিচ্ছেন সালমান প্রেমিক দর্শকেরা।
সামাজিকমাধ্যমে ‘টাইগার ৩’ নিয়ে চলছে নানা আলোচনা। নেটিজেনদের মত🐷ে, দীপাবলির দারুণ উপহার দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। বছরের অন্যতম ব্লকবাস্টারꦰ হতে যাচ্ছে সিনেমাটি এমনটাই দাবি জানাচ্ছে ভাইজান ভক্তরা।
গুঞ্জন ছিল, ‘টাইগার ৩’তে থাকবে শাহরুখ খানের ক্যাম🐷িও। সিনেমার পর্দায় বলিউড বাদশার দুর্দান্ত ক্যামিও বাড়তি উন্মাদনা তৈরি করেছে। পর্দায়ও শাহরুখকে দেখা গেছে রক্ষাকর্তার ভূমিকায়। নেটমাধ্যমে ফাঁস হওয়া ‘টাইগার ৩’-এর দুটি ভিডিও আলোড়ন ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। ‘টাইগার’ সালমানকে বাঁচাতে হাজির পাঠান, এই দৃশ্য এখন ভাইরাল।
ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির ৪ রেটিং দি𓆏য়ে জানান, এক কথায় স্ম্যাশ হিট। বাঘের গর্জন ফিরে এসেছে। সবচেয়ে বড় ধামাকা এই দীপাবলিতে।
টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মনিশ ღশর্মা। তবে, ইন্ডিয়া টিভির এক প্রতিবেদন অনুযায়ী, ১২ নভেম্বর সারাবিশ্বে ‘টাইগার থ্রি’ মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের তিনটি দেশের সালমান-ক্যাটরিনা ভক্তরা সিনেমাটি উপভোগ করতে পারবেন না। এ তালিকায় রয়েছে ওমান, কাতার ও কুয়েত। তবে, এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো তথ্য জানানো হয়নি।