একসঙ্গে আলোচিত তিন সিনেমা মুক্তি পাচ্ছে আজ। দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। কিন্তু ব্যতিক্রম ঘটছে এবার। দেশের দুটি সিনেমা (কাগজের বউ ও শেষ বাজি) ছাড়াও আজ মুক্তি পাচ্ছে ওপার বাংলার ‘হুব্ব꧅া’। মজার ব্যাপার হলো, দেশের দুই সিনেমার চেয়েও বিপুলসংখ্যক বেশি হল নিয়ে পর্দায় উঠছে ছবিটি।
‘হুব্বা’ দেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, দেশের ৬৩ প্রেক্ষাগৃহে একযোগে চলবে ছবিট♍ি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, লায়ন সিনেমাস (পুরান ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মধুমিতা (ঢাকা) অন্যতম।
পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর নির্মাণে ‘হুব্বা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। সেই সুবাদে দেশেও ছবিটি ঘিরে আলোচনা চলছে তুমুল। ছবি নিয়ে মোশাররফ করিমের ভাষ্য এ রকম, ‘ডাবিংয়ের সময় ছবিটা দেখেছি। আমি কিন্তু কখনো আমার কোনো কাজ নিয়ে এটা বলতে পছন্দ করি না যে অসাধারণ হয়েছে। তবে ডাবিংয়ে দেখার সময় আমার নিজে👍র কাছে মনে হয়েছে, আমি খুশি, সন্তুষ্ট। নির্মাতা-প্রযোজকও ভীষণ উচ্ছ্বসিত।”
এদিকে দেশের ছবি ‘কাগজের বউ’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা। এতে অভিনয় করেছেন পরীমনি, ইমন ও ডি এ তায়েব। ছবিটি নিয়ে নির্মা💧তা চয়নিকা বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি। একটা পারিবারিক, সামাজিক গল্প বলার। কোনো মারাꦑমারি, খুনাখুনি নেই। সব মা-বাবার গল্প, স্বামী-স্ত্রীর গল্প। দর্শক নিজের সঙ্গে মেলাতে পারবে। আর শেষে হয়ত চোখে জল আসবে।’
এই ছবিটি ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করলেন নির্মাতা। এর মধ্যে🌊 ঢাকার স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা (বসুন্𝄹ধরা ও মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ইত্যাদি উল্লেখযোগ্য।
অন্যদিকে ‘শেষ বাজি’🐈 ছবিটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা মেহেদী হাসান। যদিও হলের তালিকা এখনো তারা প্রকাশ করেননি। ছবিটিতে অভিনয় করেছে সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু প্রমুখ।
‘শেষ বাজি’ নিয়ে নায়ক সাইমন বললেন, ‘এটা আমার সবচেয়ে দ্রুত শেষ করে সেন্সর পাওয়া ছবি। পুরো টিম খুব আগ্রহ নিয়ে, পরিশ্রম দিয়ে কাজটি করেছি। এরপর যখন প্রথম পোস্টার এল🌞ো, দারুণ রেসপন্🅰স ছিল। সব মিলিয়ে ছবিটি ভালো হয়েছে। তাই দর্শককে আহ্বান জানাব, তারা যেন হলে আসেন। দেখলেই বুঝতে পারবেন ছবিটা আসলে ভালো হয়েছে।’