ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন ঘিরে জল্পনা-কল্পনা কম ঘটেনি। মাঝেমধ্যেই বিচ্ಞছেদ গুঞ্জনে খবরের শিরোনাম হচ্ছেন এই তারকা দম্পতি। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। সম্প্রতি সৃজিতের ৪৭তম জন্মদিনের আয়োজনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে ছিলেন 𝔍মিথিলা।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ছিল নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিনℱ। ৪৮ বছরে পা রাখলেন তিনি। আর স্বামীর সেই শুভ মুহূর্তের ছায়াসঙ্গী হলেন ঢাকাই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশꦉেষ দিনটিতে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? সে বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন মিথিলা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পার্টিতে সৃজিত মিথিলার পোশাকেও ছিল রং মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বললেন মিথিলা। জন্মদিনে সৃজিতকে গিফট দেওয়া প্রসঙ্গে মিথিলা বলেন, “ওর গিফট পাওয়া ঢাকা থেকে শ🐲ুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢা♒কায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনো ব্যাপার নেই, গিফট দিয়েছি। আজ যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।”
এছাড়াও 🌟স🧸ৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল তার নতুন সিনেমা ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশাল প্রিভিউ, সঙ্গে জমজমাট পার্টি। সেখানে হাজির হয়েছিলেন টলিউডের রথী-মহারথীরা।
২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা-সৃজিত। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকত🉐া সম্পন্ন হয়। এদিন পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।