পুত্রসন্তানের বাবা হলেন পপ তারকা 🧜জাস্টিন বিবার। শুক্রবার (২৩ আগস্ট) ফুটফুটে এক পুত্রসন্তানꦚের বাবা হলেন জনপ্রিয় এই গায়ক।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন জাস্টিন। পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন। লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক🌠 ব্লুজ বিবার।
মুহূর্তেই বিবারের এই পোস্ট ভাইরাল। মন্তব্যঘরে অভিনন্দন-শুভেꦍচ্ছা বার্তায় ভাসছেন এই জাস্টিন বিবার।
গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার। সেই সময় জাস্টিন ও তার স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও🙈 শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তাঁরা কীভাবে কাটাচ্ছেন—সেসব মুহূর্ত করেছܫিলেন ফ্রেমবন্দি।
এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮ সালে তিনি ও বিবার বিবাহবন🎀্ধনে আবদ্ধ হন। সেই বাঁধন এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবনটা থাকবেন হাতে হাত ধরে। আর সবটাই হবে সন্তানকে ঘিরে।
সর্বশেষ জাস্টিন বিবারকে গান করতে দেখা গেছে আম্বানি পরিবারের বিয়েতে গান করতে। আর এর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ১০ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১৭ কোটি টাকা।