সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন গুণী অভিনেত্রী ♓ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তার ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বলেছেন, “বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত ๊পা🌼ই।”
অভিনেত্রী আরও যোগ করেন, “যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে য👍ায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদে🙈র সবাইকে জানাই।”
পরে আরেকটি পোস্টে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর🧸েন এই তারকা। লেখেন, “আমার হৃদয়ে মায়াভর্তি এমন কিছু বন্ধু রয়েছে, আপনাদের শুভা🌄শীষে আমি শিগগির সেরে উঠবো, সবাইকে অজস্র ভালোবাসা।”
আশির দশকে সুবর্ণা মুস্তাফা নিজেকে বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৮০ সালে🤡 সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে ব্যস্ত সংসদ সদস্য হিসেবে